মেসিকে রোখা অসম্ভব: গার্দিওলা

বায়ার্ন মিউনিখের সবাই ভালো করেই জানে, বার্সেলোনাতে হারাতে হলে লিওনেল মেসিকে রুখতে হবে সবার আগে। তবে এই কাজটা অসম্ভব বলেই মনে করেন জার্মানির ক্লাবটির কোচ পেপ গার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 08:37 AM
Updated : 6 May 2015, 09:51 AM

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম পর্বে নিজেদের মাঠ কাম্প নউয়ে বায়ার্নের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বার্সেলোনার সাবেক কোচ গার্দিওলা সাম্প্রতিক সময়ে মেসির ফর্মের তুঙ্গে থাকার বিষয়টি মনে করিয়ে দেন সবাইকে।

"আপনি মেসিকে রুখতে পারবেন না, এই ফর্মে তো নয়ই। গত কয়েক মাস ধরে সে অদম্য।"

বার্সেলোনার কোচ থাকাকালে সবসময়ই মেসিকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন গার্দিওলা। আর্জেন্টিনার ফরোয়ার্ডকে সময়ের সেরা খেলোয়াড় বলতেন তিনি।

সেই মেসি এখনও তেমনই আছেন বলে মনে করেন গার্দিওলা। এর সঙ্গে দুর্দান্ত ফর্ম যোগ হওয়াতেই মেসিকে ভয় পাচ্ছেন তিনি।

"তার কাছে যাওয়ার মতো ভিন্ন কৌশল চেষ্টা করতে পারেন আপনি, তার জন্য বল পাওয়ার কাজটা কঠিন করে দিতে পারেন, তার পেছনে তিনজন খেলোয়াড় রাখতে পারেন; কিন্তু এই মাত্রার প্রতিভার বিপক্ষে আপনি রক্ষণ করতে পারবেন না। ম্যাচ জিততে আপনাকে অন্য উপায় খুঁজতে হবে।"

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে 'ভিন্ন উপায়টা' স্বভাবই ফাঁস করেননি বার্সেলোনার সাবেক কোচ গার্দিওলা।