হ্যাটট্রিক-নায়ক সুয়ারেসের কাছে দল আগে

বার্সেলোনার হয়ে প্রথম হ্যাটট্রিক পাওয়ার আনন্দ আছে, তবে লুইস সুয়ারেসের কাছে দলই আগে। নিজের হ্যাটট্রিকে যেমন খুশি হয়েছেন, তেমনি করদোবার বিপক্ষে বার্সেলোনার বড় জয়ে আনন্দে ভাসছেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 08:28 AM
Updated : 3 May 2015, 09:18 AM

শনিবার করদোবার মাঠ থেকে ৮-০ গোলের বড় জয় নিয়ে ফেরে বার্সেলোনা। স্বাগতিকদের গোলবন্যায় ভাসানোর ম্যাচে অসাধারণ এক হ্যাটট্রিক করেন সুয়ারেস।

ম্যাচ শেষে সুয়ারেস বলেন, “আমি গোলগুলোর জন্য খুশি, কিন্তু বিশেষ করে দলের জন্য; যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, আমরা শীর্ষে আছি।”

করদোবার মাঠে গোল-উৎসব করলেও ম্যাচের শুরুতে বার্সেলোনার সময়টা ভালো যায়নি। প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৪৩তম মিনিট পর্যন্ত। কিন্তু ইভান রাকিতিচের সেই গোলের পর উৎসব চলতেই থাকে।

ম্যাচ শেষে সুয়ারেস উল্লেখ করেন, এতগুলো গোল করার কাজটি খুব সহজ ছিল না।

“করদোবাতে গোল করা কঠিন। বিশেষ করে শুরুর দিকে। মূল বিষয় ছিল, ধৈর্য্য ধরে রাখা। কারণ, জানতাম গোল শেষাবধি আমরা পাবই।”

করদোবা ম্যাচের মতোই বার্সেলোনা-অভিষেকের পর নিয়মিত গোল পেতে সুয়ারেসকেও অপেক্ষা করতে হয়েছে। অবশেষে লিওনেল মেসি ও নেইমারদের সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নেন তিনি।

“প্রথমে আমি মানিয়ে নিতে কিছু সময় নিয়েছি। কিন্তু আমি জানতাম, গোল আসবেই।”