এভারটনে বিধ্বস্ত ইউনাইটেড 

ম্যানচেস্টার ইউনাইটেডের লিগ শিরোপা জয়ের ক্ষীণ আশাটাও শেষ হয়ে গেল। এভারটনের মাঠে ৩-০ গোলে হেরে গেছে লুইস ফন গালের দল। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 02:40 PM
Updated : 26 April 2015, 09:04 PM

প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের এই ম্যাচের প্রথমার্ধেই জেমস ম্যাকার্থি ও জন স্টোনসের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। আর দ্বিতীয়ার্ধে কেভিন মিরালাসের গোলে হার নিশ্চিত হয়ে যায় প্রতিযোগিতার সফলতম দলটির।
 
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেছিল ইউনাইটেড। কিন্তু পঞ্চম মিনিটে দারুণ এক পাল্টা-আক্রমণ থেকে এভারটনকে এগিয়ে দেন ম্যাকার্থি। বল পায়ে দুই জন ডিফেন্ডারের বাধা ডিঙিয়ে ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন এই আইরিশ মিডফিল্ডার। 
 
দুই মিনিট বাদেই সমতাসূচক গোল পেতে পারতো অতিথিরা; কিন্তু বেলজিয়ামের মিডফিল্ডার মারোয়ান ফেলাইনির শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
 

ব্যবধান বাড়াতেও খুব একটা দেরি হয়নি স্বাগতিকদের। ৩৫তম মিনিটে স্বদেশি ডিফেন্ডার লেইটন বেইনেসের কর্নারে হেড করে বল জালে জড়ান আরেক ইংলিশ ডিফেন্ডার স্টোনস।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। কিন্তু গোলমুখে সাফল্য পায়নি দলটি।
আর ৭৪তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে রেড ডেভিলস নামে পরিচিত দলটিকে ম্যাচে ফেরার সব আশা প্রায় শেষ করে দেন মিরালাস। রস বার্কলির বাড়ানো বল ধরে বিনা বাধায় ডি বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন বদলি নামা বেলজিয়ামের এই স্ট্রাইকার।
এই হারের পরও পয়েন্ট তালিকায় ইউনাইটেডের অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। পঞ্চম স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৮, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা।

৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের পয়েন্ট সমান ৬৭।