এগিয়ে গিয়ে ভারতের সঙ্গে ড্র করল বাংলাদেশের মেয়েরা

দারুণ আক্রমণাত্মক খেলে ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও পারেনি বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2015, 01:11 PM
Updated : 21 April 2015, 01:11 PM

নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার ভারতের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। ম্যাচে বাংলাদেশের মার্জিয়া ও ভারতের সোনিয়া একটি করে গোল করেন।

শুরুতে গোলের একাধিক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশের মেয়েরা। তবে ২০তম মিনিটে মার্জিয়া লক্ষভেদ করলে ঠিকই এগিয়ে যায় তারা।

তবে পাঁচ মিনিটের মধ্যেই সমতায় ফেরা গোল পায় ভারত। সোনিয়া ভারতকে গোলটি এনে দেন। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-১ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ।

ড্র হওয়া ম্যাচে প্রতিপক্ষ দলের কোচের প্রশংসা পেয়েছে বাংলাদেশ। ভারত কোচ জানান, দশরেথের ম্যাচে তাদের চেয়ে বাংলাদেশ ভালো দল ছিল এবং মার্জিয়ারা চমৎকার খেলেছেন।

আগামীকাল ভুটানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল।