প্যাট্রন কাপে তৃতীয় সিদ্দিকুর

প্যাট্রন কাপে সমর্থকদের হতাশই করেছেন সিদ্দিকুর রহমান। তৃতীয় স্থানে থেকে এবারের আসর শেষ করেছেন দেশসেরা এই গলফার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 02:46 PM
Updated : 16 April 2015, 02:46 PM

কুর্মিটোলা গলফ কোর্সে বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডে পারের চেয়ে পাঁচ শট কম খেললেও জামাল হোসেন মোল্লা ও জীবন আলিকে ধরতে পারেননি এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর।

চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে মোট ১১ শট কম খেলেন সিদ্দিকুর। পারের চেয়ে ১৫ শট কম খেলে প্যাট্রন কাপের তৃতীয় আসরের চ্যাম্পিয়ন হয়েছেন জামাল। আর ১২ শট কম খেলা জীবন আলি হয়েছেন রানারআপ।

চ্যাম্পিয়ন হওয়ায় জামাল ১ লাখ ৩০ হাজার টাকা, রানারআপ জীবন ৮৯ হাজার ৬০০ টাকা ও সিদ্দিকুর ৬৩ হাজার ৬০০ টাকা অর্থ পুরস্কার পান।

প্যাট্রন কাপের এ আসরে শুরু থেকে ছন্দ হারান সিদ্দিকুর। প্রথম রাউন্ডে পারের চেয়ে চার শট কম খেলে দ্বিতীয় স্থানে ছিলেন সিদ্দিকুর। আর দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলে যৌথভাবে পঞ্চম স্থানে নেমে গিয়েছিলেন তিনি।