পোর্তোর মাঠে বায়ার্নের হোঁচট

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালে পোর্তোর মাঠে হোঁচট খেয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের ৩-১ ব্যবধানে হারিয়েছে পর্তুগিজ লিগের অন্যতম সফল দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 09:24 PM
Updated : 15 April 2015, 09:24 PM

পোর্তের মাঠে বুধবার রাতে তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে বায়ার্ন। জ্যাকসন মার্তিনেসকে বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ার ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। তা থেকে লক্ষ্যভেদ করতে ভুল হয়নি রিকার্দো কুয়ারেসমার।

দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পোর্তো। দান্তের ভুলে বলের দখল নিয়ে ডান পায়ের শটে নয়ারকে আবারও পরাস্ত করেন কুয়ারেসমা।

২৮তম মিনিটে ম্যাচে ফেরার একটা সুযোগ পায় বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। জেরোমে বোয়াটেংয়ের বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করেন থিয়াগো আলকানতারা।

স্ট্রাইকার মার্তিনেসের গোলে ৬৫তম মিনিটে পেপ গার্দিওলার দলকে আবারও পেছনে ঠেলে দেয় পোর্তো। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বায়ার্ন।

আগামী মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালে ফিরতি লেগে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ এরেনায় মুখোমুখি হবে দুই দল। সেমি-ফাইনালে যেতে হলে এ ম্যাচে কমপক্ষে ২-০ গোলে জিততে হবে বায়ার্নকে।