রিয়ালের সঙ্গে ড্রর পর সেমির আশা সিমেওনের

সেমি-ফাইনালের আশা ছাড়েননি দিয়েগো সিমেওনে। নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে গোলশূন্য ড্র করে তার দল। এই ফলের পরও চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার লড়াইটা উন্মুক্ত দেখছেন আতলেতিকো মাদ্রিদের কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 08:09 AM
Updated : 15 April 2015, 08:09 AM

মঙ্গলবার ভিসেন্তে কালদেরনে রিয়ালের সঙ্গে ড্র ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমেওনে বলেন, “এই ফলের পর লড়াইটা উন্মুক্ত।”
 
প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ অসাধারণ ফুটবল খেলে। শুরু থেকেই স্বাগতিকদের রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে আক্রমণাত্মক ফুটবল খেলে সুযোগও তৈরি করে অতিথিরা। 
 
তৃতীয় মিনিটে বিপজ্জনক জায়গায় বল পেয়েও গোল করতে পারেননি গ্যারেথ বেল। ৩২তম মিনিটেও ২৫ গজ দূর থেকে বুলেট গতির শট নিয়েও গোল পাননি তিনি। 
 
পাঁচ মিনিট পর হামেস রদ্রিগেসের ২২ গজ দূর থেকে নেওয়া বাঁ পায়ের জোরালো শটেও গোল হয়নি। ৪৩তম মিনিটে গোলবঞ্চিত হন করিম বেনজেমা। 
 
এই চারবারই রিয়ালকে গোলবঞ্চিত করেন আতলেতিকোর স্লোভেনিয়ার গোলরক্ষক ইয়ান ওবলাক। অসাধারণ চারটি 'সেভ' করেন তিনি। 
 
ম্যাচ শেষে গোলরক্ষককে তার প্রাপ্য প্রশংসা দেন সিমেওনে। 
 
“প্রথমার্ধে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। ওবলাক অসাধারণ ছিল।”
 
প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ আরও দুটি সহজ গোলের সুযোগ নষ্ট করে। তবে দ্বিতীয়ার্ধে আতলেতিকো ঘুরে দাঁড়ায়। রিয়ালের আক্রমণাত্মক ফুটবলের জবাবে তারাও পাল্টা আক্রমণ করে। গোল না পেলেও ভালো কিছু সুযোগও তৈরি করে তারা।
 
শিষ্যরা দ্বিতীয়ার্ধে এভাবে ঘুরে দাঁড়ানোয় খুব খুশি সিমেওনে। 

“আমরা কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি এবং দ্বিতীয়ার্ধে যেভাবে (খেলা) পরিবর্তন হয়ে গেল, এর প্রশংসা করি আমি।”