সিটির ওপরে থাকতে পারলেই খুশি ফন গাল

ম্যানচেস্টার সিটির ওপরে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করতে পারলেই খুশি হবেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুইস ফন গাল। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2015, 12:40 PM
Updated : 13 April 2015, 12:53 PM

রোববার নগর প্রতিপক্ষ সিটিকে ৪-২ গোলে হারায় ইউনাইটেড। নিজেদের মাঠে এই জয় পাওয়ার পর বেশ খুশি দলটির কোচ। 
 
শিরোপা লড়াইয়ে চেলসির চেয়ে অনেকটাই পিছিয়ে আছে ইউনাইটেড। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। ৩২ ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৬। আর সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউনাইটেড। 
 
ইউনাইটেডের চিরপ্রতিদ্বন্দ্বী ও নগর প্রতিপক্ষ সিটির পয়েন্ট ৩২ ম্যাচে ৬১। চতুর্থ স্থানে আছে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম তিনটি দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। আর চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করা দলকে খেলতে হবে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে। 
 
আপাতত শিরোপার কথা না ভেবে সিটির ওপরে থেকে লিগ শেষ করার বিষয়ই ভাবছেন ফন গাল। 
 
"এখন আমরা সিটির চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। আমি খুব গর্বিত এবং সমর্থকদের জন্য খুশি।"
 
শিরোপা জয়-টয় নয়, চার দলের মধ্যে থেকে মৌসুম শেষ করার লক্ষ্যই নাকি ইউনাইটেড নির্ধারণ করেছিল বলে জানান ফন গাল। আর এই লক্ষ্য অর্জনের পথে আছেন বলেই খুশি তিনি।