ছন্দ পতনেই হার দেখছেন আনচেলত্তি

বছরের শুরু থেকে বাজে সময় কাটানো রিয়াল মাদ্রিদের জন্য বড় একটা ধাক্কা হয়ে এসেছে ক্লাসিকোয় হার। খেলোয়াড়দের ছন্দ পতন আর বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ায় দুর্ভাবনায় পড়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 01:43 PM
Updated : 23 March 2015, 01:43 PM

আনচেলত্তির মনে করেন, ম্যাচের শেষ দিকে ছেলেরা ছন্দ হারিয়ে ফেলায় বার্সেলোনার কাছে হেরে যায় রিয়াল।
 
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “শেষ দিকে সমতায় ফেরার প্রচেষ্টায় আমরা মাথা ঠাণ্ডা রাখতে পারিনি, এই কারণেই আমাদের ভুগতে হয়েছে। পরিষ্কার কোনো ধারণা ছাড়াই আমরা অনেকগুলো লম্বা পাস খেলেছি। এক ঘণ্টা ভালো ছিল, কিন্তু ৩০ মিনিট ততটা ভালো ছিল না।"
 

রোববার রাতে বার্সেলোনার কাম্প নউয়ে লা লিগার দ্বিতীয় পর্বের ক্লাসিকোয় ২-১ গোলে হেরে যায় প্রতিযোগিতার সফলতম দল রিয়াল। 
১৯তম মিনিটে ফরাসি ডিফেন্ডার মাথিউয়ের হেডে বার্সেলোনা এগিয়ে যায়। তবে ১২ মিনিট পর গোল করে ম্যাচে সমতা ফেরান ক্রিস্তিয়ানো রোনালদো।
১-১ গোলের সমতা ফেরার পর প্রথমার্ধের বাকি সময়ে স্বাগতিকদের রক্ষণে ভালোই চাপ সৃষ্টি করেছিল রিয়াল। কিন্তু দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে সুয়ারেসের গোলে ফের পিছিয়ে পড়ার পর আর লড়াই চালিয়ে যেতে পারেননি বেল-বেনজেমারা। 
এই হারের ফলে লিগের শিরোপা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে রিয়াল। তাদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেছে মেসি-নেইমাররা। 
২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৬৪।