বার্নলিকে হারিয়ে জয়ের পথে ইউনাইটেড

এক ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বার্নলিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে লিগের সফলতম দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2015, 10:20 PM
Updated : 11 Feb 2015, 10:20 PM

গত রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ইউনাইটেড।

লিগের প্রথম পর্বে বার্নলির মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফেরে লুইস ফন গালের দল।

বুধবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শুরুটা দারুণ করে ইউনাইটেড। ক্রিস স্মলিংয়ের গোলে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় তারা। স্ট্রাইকার রাদামেল ফালকাওয়ের হেডে বল পেয়ে ফিরতি হেড করে লক্ষ্যভেদ করেন ইংলিশ এই ডিফেন্ডার।

ছয় মিনিট পরেই অবশ্য ম্যাচে ফেরে অতিথিরা। তাদের ইংলিশ ডিফেন্ডার ড্যানি ইঙ্গস হেড করে গোলটি করেন।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ফের হেড করে দলকে এগিয়ে দেন স্মলিং। আনহেল দি মারিয়ার ক্রস থেকে গোলটি করেন তিনি।

আর ৮১তম মিনিটে বার্নলির স্কটিশ মিডফিল্ডার স্কট অ্যারফিল্ড ডি বক্সে দি মারিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। তা থেকেই জয়সূচক গোলটি করেন নেদারল্যান্ডসের স্ট্রাইকার রবিন ফন পের্সি।

এই জয়ে ২৫ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড। আগে তৃতীয় স্থানে থাকা সাউথ্যাম্পটন ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের সঙ্গে গোলশূন্য ড্র করে চতুর্থ স্থানে নেমে গেছে; সাউথ্যাম্পটনের পয়েন্ট ৪৬।

দিনের অন্য ম্যাচে এভারটনকে একমাত্র গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে চেলসি; ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৫৯।

আর দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ৪-১ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৫২।