নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে কস্তা

প্রতিপক্ষের খেলোয়াড়কে মাড়িয়ে দেওয়ার অপরাধে কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন চেলসির দিয়েগো কস্তা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 04:52 PM
Updated : 30 Jan 2015, 01:48 PM

আর তাহলে আগামী শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ ফর্মে থাকা স্ট্রাইকার কস্তাকে ছাড়াই খেলতে হবে চেলসিকে।

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ভিডিও ফুটেজ দেখে কস্তার বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ এনেছে। রয়টার্স জানায়, এই অপরাধের জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পেতে পারেন কস্তা।
গত মঙ্গলবার লিগ কাপের সেমি-ফাইনালের ফিরতি লেগে লিভারপুলকে একমাত্র গোলে হারানোর ম্যাচে প্রতিপক্ষের এমরে কানকে মাড়িয়ে দেন কস্তা। পরে মার্টিন স্কার্টেলের গোড়ালিতেও পা দিয়ে আঘাত করেন ব্রাজিলের জন্ম নেয়া এই খেলোয়াড়।
এফএ অবশ্য জানিয়েছে, পরের ঘটনার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
সংস্থাটি তাদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে জানায়, ম্যাচ রেফারি মাইকেল অলিভার ওই দুই ঘটনার কোনোটিই দেখেননি। ম্যাচ শেষে ভিডিও ফুটেজ দেখে কস্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
১৭ গোল করে লিগের সেরা গোলদাতাদের তালিকার শীর্ষে আছেন কস্তা।