লিগ কাপের ফাইনালে চেলসির প্রতিপক্ষ টটেনহ্যাম

লিগ কাপের সেমি-ফাইনালের ফিরতি লেগে শেফিল্ড ইউনাইটেডকে হারাতে না পারলেও দুই লেগ মিলে এগিয়ে থেকে শিরোপা লড়াইয়ের চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে টটেনহ্যাম হটস্পার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 12:14 PM
Updated : 29 Jan 2015, 12:14 PM

বুধবার রাতে শেফিল্ডের মাঠে ২-২ গোলে ড্র করায় দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে জিতেছে টটেনহ্যাম। প্রথম পর্বে একমাত্র গোলে জিতেছিল তারা।

আগামী ১ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে চেলসির বিপক্ষে লড়বে টটেনহ্যাম।

এ দিন ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে ২৮তম মিনিটে টটেনহ্যাম এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে লড়াই জমিয়ে তোলেন স্বাগতিকদের অ্যাডামস।

ওই দুই গোলে ফাইনালে ওঠার আশা জাগালেও শেষ পর্যন্ত টটেনহ্যামের পথে বাধা হতে পারেনি শেফিল্ড। ৮৮তম মিনিটে ডেনমার্কের মিডফিল্ডার এরিকসেন নিজের দ্বিতীয় গোল করে ফাইনালের টিকেট নিশ্চিত করেন।

অন্য সেমি-ফাইনালে লিভারপুলকে দুই লেগ মিলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে ওঠে চেলসি।

ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংল্যান্ডের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট লিগ কাপ পৃষ্ঠপোষক কোম্পানির নাম অনুযায়ী এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।