লিভারপুলের টিকে থাকার লড়াই

লম্বা বিরতির পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের ফেরাটা মোটেও সুখকর হচ্ছে না। গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচের তিনটিতে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে গেছে ইংল্যান্ডের দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 07:28 PM
Updated : 25 Nov 2014, 07:28 PM

নকআউট পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল রাখতে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় বুলগেরিয়ার ক্লাব লুদোগোরেতসের মাঠে জিততেই হবে লিভারপুলকে।

একই সময়ে ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ডের ক্লাব বাসেলের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ।

লিভারপুল ও লুদোগোরেতসের পয়েন্ট সমান ৩, তবে গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকা রিয়াল আগেই নকআউট পর্বে উঠে গেছে। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাসেল।

লুদোগোরেতসের মাঠে ড্র করলেও পাঁচবারের চ্যাম্পিয়ন লিভারপুলের শেষ ষোলোতে ওঠার ক্ষীণ সম্ভাবনা থাকবে। তবে সেক্ষেত্রে অবশ্যই অন্য ম্যাচে রিয়ালের কাছে বাসেলকে হারতে হবে। আর গ্রুপের শেষ ম্যাচে ঘরের মাঠে বাসেলের বিপক্ষে জিততে হবে অল রেডদের।

লুদোগোরেতসের বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল লিভারপুল।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে লিভারপুলের সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য একদমই ভালো নয়। সব ধরণের প্রতিযোগিতা মিলে এই মাসে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি দলটি। গত রোববার লিগে ক্রিস্টাল প্যালেসের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরে যায় লিভারপুল।

তাছাড়া ইউরোপ সেরার লড়াইয়ে টানা তিন হারই শুধু নয়, ইংলিশ প্রিমিয়ার লিগেও টানা হারের গণ্ডিতে বন্দি হয়ে আছে লিভারপুল। লিগে গত তিন ম্যাচেই হেরেছে ব্রেন্ডস রজার্সের দল।