আফ্রিকান কাপে নেই চ্যাম্পিয়নরাই

আফ্রিকান কাপ অব নেশন্সের শিরোপা ধরে রাখার লড়াইয়ের চূড়ান্ত পর্বে থাকছে না নাইজেরিয়া। টুর্নামেন্টের বাছাইপর্ব থেকে ছিটকে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 10:25 AM
Updated : 20 Nov 2014, 10:25 AM

বুধবার বাছাইপর্বের শেষ রাউন্ডে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২-২ গোলে ড্র করে নাইজেরিয়া। এই হারে 'এ' গ্রুপের সেরা দুই দল হয়ে চূড়ান্ত পর্বে খেলার আশা শেষ হয়ে যায় ‘সুপার ঈগল’ নামে পরিচিত দলটির।

তৃতীয় স্থানে নামার পরেও একটা সুযোগ অবশ্য ছিল, কিন্ত সবমিলিয়ে আট পয়েন্ট পাওয়ায় তৃতীয় স্থানের সেরা দল হওয়ার সুযোগটাও হারায় তারা।

আগামী বছরের ১৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৬টি দল নিয়ে টুর্নামেন্টটি হবে।

বাছাইপর্ব পেরিয়ে মোট ১৫ দল চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। আর স্বাগতিক হওয়ায় সরাসরি সুযোগ পাচ্ছে বিষুবীয় গিনি।
টুর্নামেন্টের ১৬ দল: বিষুবীয় গিনি (স্বাগতিক), আলজেরিয়া, ক্যামেরুন, বুর্কিনা ফাসো, কেপ ভার্দে, ডিআর কঙ্গো (ডেমোক্রোটিক রিপাবলিক অব কঙ্গো), কঙ্গো (রিপাবলিক অব কঙ্গো), গ্যাবন, ঘানা, গিনিয়া, আইভরি কোস্ট, মালি, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিশিয়া এবং জাম্বিয়া।