লা লিগার সেরা রোনালদো

রিয়াল মাদ্রিদ লা লিগার শিরোপা জিততে না পারলে কি হবে, দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো স্প্যানিশ লিগের গত মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 10:02 AM
Updated : 28 Oct 2014, 10:02 AM

সোমবার রাতে এক অনুষ্ঠানে পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর হাতে মৌসুম সেরার পুরস্কার তুলে দেয় লা লিগা কর্তৃপক্ষ।

২০১৩-২৪ মৌসুমটা রিয়াল মাদ্রিদে দারুণ কেটেছে রোনালদোর। লা লিগায় সর্বোচ্চ ৩১ গোল করে যৌথভাবে লুইস সুয়ারেসের সঙ্গে ইউরোপের লিগগুলোর এক মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জেতেন তিনি।

লিগে ৩০ ম্যাচে ১.০৩ গড়ে গোলগুলো করেন রোনালদো। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকে দ্বিতীয়বারের মতো ওই পুরস্কার জেতেন তিনি।

গত মৌসুমে রিয়ালের জার্সিতে আরেকটা মাইলফলকও পার করেন গতবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদো। উগো সানচেসকে ছাড়িয়ে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার পাঁচ নম্বরে জায়গা করে নেন তিনি।

শুধু সেরা খেলোয়াড়ই নয়, গত মৌসুমের লা লিগার সেরা ফরোয়ার্ড এবং আসরের সেরা গোলের পুরস্কারটাও গেছে রোনালদোর দখলে।

একই রাতে তিনটি পুরস্কার পেয়ে দারুণ খুশি ২৯ বছর বয়সী এই তারকা।

“হ্যাটট্রিক পুরস্কার পেয়েছি, এটা চমৎকার একটা ব্যাপার। আমি আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। তাদের ছাড়া আমি এত গোল করতে পারতাম না। আমি আমার বান্ধবী এবং আমার পরিবারকে ধন্যবাদ দিতে চাই।”

অনুষ্ঠানে রোনালদোর সঙ্গে ছিলেন তার বান্ধবী সুপার মডেল ইরিনা শায়াক।