গুলিতে প্রাণ গেল দক্ষিণ আফ্রিকা অধিনায়কের

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও গোলরক্ষক সেনজো মেইওয়া দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2014, 04:33 AM
Updated : 27 Oct 2014, 04:00 PM

জোহানেসবার্গের দক্ষিণে ভসলুরাসে সেনজোর বান্ধবীর বাড়িতে হামলার ঘটনাটি ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানায়।

দক্ষিণ আফ্রিকার হয়ে আফ্রিকা নেশনস কাপের বাছাইপর্বে দলকে নেতৃত্ব দেন ২৭ বছর বয়সী সেনজো। শনিবার ঘরোয়া ফুটবলে ওরল্যান্ডো পাইরেটসের হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। ওই ম্যাচে আয়াক্স কেপ টাউনকে ৪-১ গোলে হারিয়ে আফ্রিকান লিগ কাপের সেমি-ফাইনালে ওঠে তার দল।
দক্ষিণ আফ্রিকার পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, রোববার স্থানীয় সময় রাত আটটায় দুই জন বাড়িতে ঢুকে সেনজোকে গুলি করে। তৃতীয় আরেক জন বাইরে দাঁড়িয়ে ছিল। গুলিবিদ্ধ সেনজোকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খুনিদের সম্পর্কে তথ্য পাওয়ার জন্য প্রায় ১৪ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।