রোনালদোদের নিয়ে গর্বিত আনচেলত্তি

মৌসুমের প্রথম ক্লাসিকোয় দারুণ এক জয় এনে দেয়ায় ক্রিস্তিয়ানো রোনালদোদের নিয়ে নিজের গর্বের কথা বলেছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। দলের খেলোয়াড়দের পেশাদারিত্ব আর হার না মানা মনোভাবে মুগ্ধ ইতালির এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2014, 08:34 AM
Updated : 26 Oct 2014, 08:34 AM

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে শনিবার স্পেনের লা লিগায় বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরুটা অবশ্য অন্য ইঙ্গিতই দিচ্ছিল। বল নিয়ন্ত্রণ আর নিখুঁত ফিনিশিংয়ের অসাধারণ এক উদাহরণ রেখে লুইস সুয়ারেসের একটি পাস থেকে তৃতীয় মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন নেইমার।

পিছিয়ে পড়েও দমে যায়নি রিয়াল মাদ্রিদ। মাথা ঠাণ্ডা রেখে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলে গেছে তারা। ৩৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান দলের সবচেয়ে বড় তারকা রোনালদো। দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেয় পেপের অসাধারণ এক হেড। আর ৬১তম মিনিটে জয় নিশ্চিত করা গোল করেন করিম বেনজেমা।

পিছিয়ে পড়েও দলের এভাবে ম্যাচে ফেরায় আনন্দিত আনচেলত্তি।

“আমি এই খেলোয়াড়দের নিয়ে গর্বিত। কারণ তাদের পেশাদারিত্ব আর একাগ্রতা অনন্য। ...আমরা উইং ব্যবহার করে আর বলের দখল রেখে আক্রমণ করতে চেয়েছিলাম। দ্বিতীয়ার্ধে ম্যাচটি জিতেছি আমরা, কারণ আমরা এটা জিততে চেয়েছি।”

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আনচেলত্তি খেলোয়াড়দের ঘুরে দাঁড়ানোর মানসিকতার প্রশংসা করেন।

“পিছিয়ে পড়েও আমরা এলোমেলো হয়ে যায়নি। আমরা আমাদের পরিকল্পনায় অবিচল থেকেছি এবং সবকিছু ভালোভাবে শেষ হয়েছে।”