নেতৃত্ব নেইমার না সিলভার?

তুরস্ক ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের ব্রাজিল দলে ফিরেছেন চিয়াগো সিলভা। পিএসজি ডিফেন্ডারের এই ফেরায় একটি প্রশ্ন উঠেছে-ব্রাজিলকে এখন নেতৃত্ব দেবেন কে? নেইমার নাকি সিলভা?

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 01:38 PM
Updated : 24 Oct 2014, 01:38 PM

ব্রাজিল কোচ দুঙ্গা প্রশ্নটিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। সিলভা সবসময়ই ব্রাজিল দলের নেতা হয়ে থাকবেন বলে বিষয়টি অনেকটাই এড়িয়ে যান তিনি।

“অধিনায়ক সবসময় অধিনায়কই থাকবে। কিন্তু জিনিস পাল্টায়।”

দুঙ্গার কথা শুনে অবশ্য মনে হয় নেইমারের ওপরই আস্থা রাখছেন তিনি।

বিশ্বকাপে ব্রাজিল দলকে নেতৃত্ব দেন সিলভা। তবে দুই হলুদ কার্ডের ফাঁদে পড়ে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারা সেমি-ফাইনালে খেলতে পারেননি তিনি।

বিশ্বকাপের পর দুঙ্গার দেয়া দুটি দলে ছিলেন না সিলভা। ঊরুর চোটে পড়েছিলেন তিনি।

সিলভার অনুপস্থিতিতে দুঙ্গা অধিনায়কত্বের দায়িত্ব দেন নেইমারকে। এশিয়া সফরে দলকে আর্জেন্টিনা ও জাপানের বিপক্ষে দুটি জয়ও এনে দেন অধিনায়ক নেইমার।