নেইমারের ব্রাজিলের ফর্ম এখন বার্সায়

ক্যারিয়ারের শুরু থেকেই দেশের হয়ে দুর্দান্ত খেলছেন নেইমার। জাতীয় দলের হয়ে করা অসাধারণ ওই পারফরম্যান্সই এবার বার্সেলোনার জার্সিতে ফুটিয়ে তুলছেন বলে জানান ব্রাজিলের এই তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 04:31 PM
Updated : 20 Oct 2014, 04:31 PM

বয়স মাত্র ২২, এরই মধ্যে ৪০ গোল করে ব্রাজিলের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন নেইমার। ক’দিন আগে জাপানের বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতা প্রীতি ম্যাচে একাই চার গোল করেন তিনি।

এই মৌসুমে বার্সেলোনার হয়েও দারুণ খেলছেন নেইমার। লিগে এ পর্যন্ত ৮টি গোল করেছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও করেছেন একটি।

সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিপক্ষে এবং আগামী শনিবার রিয়াল মাদ্রিদের মাঠে ম্যাচেও।

সোমবার সংবাদ সম্মেলনে নেইমার বলেন, “আয়াক্সের বিপক্ষে এবং ক্লাসিকোতেও আমি গোল করতে চাই।”

গত বছর সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেয়ার পর কিন্তু পুরো মৌসুম জুড়েই চিত্রটা ছিল ভিন্ন। কিছুটা নিষ্প্রভই ছিলেন নেইমার। কিন্তু এবার যেন জাতীয় দলের নেইমারের মতোই ক্লাবে খেলছেন তিনি।
ওই প্রসঙ্গে নেইমার বলেন, “জানি না, আমি আমার সেরা সময়ে ফিরে এসেছি কি না; কিংবা এটা নতুন নেইমার কিনা। গত বছরটা (এখানে) মানিয়ে নেয়ার সময় ছিল। এখন আমি আরও স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং সবকিছু নিয়েই আমি খুশি।”