জেনিতের মাঠে মোনাকোর ড্র

মৌসুমের শুরু থেকে ঘরোয়া লিগে ধারাবাহিক ব্যর্থ হলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথমেই সাফল্য পেযেছিল ফ্রান্সের মোনাকো। কিন্তু গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে এসেই পয়েন্ট হারিয়েছে দলটি। রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 06:07 PM
Updated : 1 Oct 2014, 09:17 PM

জয় দিয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতায় যাত্রা শুরু করেছিল জেনিতও, গ্রুপ পর্বের প্রথম রাউন্ডে পর্তুগালের বেনফিকাকে ২-০ ব্যবধানে হারিয়েছিল তারা। আর মোনাকো একমাত্র গোলে জিতেছিল জার্মানির দল বায়ের লেভারকুজেনের বিপক্ষে।

বুধবার জেনিতের মাঠে ৭৪তম মিনিটে ভালো একটা সুযোগ অবশ্য পেয়েছিল মোনাকো। কিন্তু বদলি হিসেবে নামা বেলজিয়ামের মিডফিল্ডার ইয়ানিক কারাসকোর শটটা গোলপোস্টে বাধা পেলে হতাশ হতে হয় ফরাসি লিগে ১২তম স্থানে থাকা দলটিকে।

'সি' গ্রুপের অন্য ম্যাচে লেভারকুজেন ৩-১ গোলে বেনফিকাকে হারিয়েছে।

দুই রাউন্ড শেষে মোনাকো ও জেনিত দুই দলেরই পয়েন্ট ৪, কিন্তু গোল ব্যবধানে এগিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে মোনাকো। তৃতীয় স্থানে থাকা লেভারকুজেনের পয়েন্ট ৩।