গোলবন্যায় মস্কোকে ভাসিয়ে দিল রোমা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দারুণ হয়েছে রোমার। ইতালির দলটি ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রাশিয়ার চ্যাম্পিয়ন সিএসকেএ মস্কোকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 09:25 PM
Updated : 18 Sept 2014, 09:41 AM

বুধবার স্টেডিয়ো অলিম্পিকোয় ‘ই’ গ্রুপের খেলায় রোমার সহজ জয়ে দুটি গোল করেন জার্ভিনিয়ো। একটি করে গোল করেন হুয়ান মানুয়েল ইতুর্বে ও মাইকন। স্বাগতিকদের অন্য গোলটি আত্মঘাতী।

ষষ্ঠ মিনিটে ইতুর্বের গোলে এগিয়ে যায় রোমা। জার্ভিনোয়ার পাস থেকে সঙ্গে লেগে থাকা দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে অতিথিদের জাল খুঁজে নেন ইতুর্বে।

চার মিনিট পর ব্যবধান ২-০ করে ফেলেন জার্ভিনিয়ো। এবার ইতুর্বের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান এই ফরোয়ার্ড।

২০তম মিনিটে ব্রাজিলের মাইকনের গোলে ব্যবধান আরো বাড়ায় সেরি আর গতবারের রানার্সআপ দলটি।

৩১তম মিনিটে আবার গোলরক্ষক আকিনফিভকে ফাঁকি দেন জার্ভিনিয়ো। ফ্রান্সেসকো তত্তির পাস থেকে ডান দিক দিয়ে বাঁ পায়ের শটে জালে জড়ান কোত দি ভোয়ার এই ফরোয়ার্ড।

৫০তম মিনিটে রাশিয়ার সেন্ট্রাল ডিফেন্ডার ইগনাসেভিচ নিজেদের জালেই বল পাঠিয়ে দিলে স্কোরলাইন হয়ে যায় ৫-০।

৮২তম মিনিটে নাইজেরিয়ার স্ট্রাইকার আহমেদ মুসার গোলে ব্যবধান কমায় মস্কো।

গ্রুপের অন্য খেলায় ম্যানচেস্টার সিটিকে শেষ সময়ের নাটকীয়তায় ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।