নেপালে আন্তর্জাতিক সাঁতারে সেরা বিকেএসপি

স্বাগতিক নেপাল ও প্রতিবেশী ভারতের সাঁতারুদের পেছনে ফেলে আন্তর্জাতিক একটি প্রতিযোগিতায় সেরা হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির সাঁতারুরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 03:13 PM
Updated : 15 Sept 2014, 03:15 PM

১৫তম এলএ ইন্টার স্কুল সার্ক ইনভাইটেশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপের রোববার দ্বিতীয় ও শেষ দিনে নেপালের পুলে দাপট দেখিয়েছেন বিকেএসপির সাঁতারুরা। এদিন আরো ১১টি সোনা জয় করে তারা। দুই দিনের (১৩ ও ১৪ সেপ্টেম্বর) এই আসরে ২৪টি সোনা, ১০ রূপা ও ৪টি ব্রোঞ্জসহ মোট ৩৮টি পদক নিয়ে সেরা হয়েছে বিকেএসপি।

নেপালের লিংকন স্কুল দ্বিতীয় এবং ভারতের হলি নেম স্কুল অব আসাম তৃতীয় হয়েছে।

প্রথম দিনে ২১ ইভেন্টের মধ্যে ১৩টিতে সোনা পায় বাংলাদেশের প্রতিনিধি হয়ে নেপালের আসরে অংশ নেয়া বিকেএসপি।

নেপালের সুইমিংপুলে ঝড় তোলেন সুরাইয়া আক্তার, সোনিয়া খাতুন, জাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম। সুরাইয়া, সোনিয়া ও জাহিদুল ৫টি করে সোনা জেতেন। আরিফুল পান ৪টি সোনা। অন্য সোনার পদকটি পেয়েছেন জোসেল মিয়া।

নেপাল, বাংলাদেশ ও ভারতের ৬১টি স্কুলের মোট ৩৯০ জন প্রতিযোগী এই আসরে অংশ নেন। বিকেএসপি ৪ জন ছেলে ও ৪ জন মেয়ে মিলিয়ে ৮ জনের দল পাঠিয়েছিল।