ম্যানচেস্টার ইউনাইটেডে ব্লিন্ড

নেদারল্যান্ডসের ডালে ব্লিন্ডকে কেনার কথা আগেই জানিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার এই ডিফেন্ডিভ মিডফিল্ডারের সঙ্গে চার বছরের আনুষ্ঠানিক চুক্তি করলো ইংল্যান্ডের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 11:00 AM
Updated : 2 Sept 2014, 11:00 AM

ডাচ ক্লাব আয়াক্স থেকে ২৪ বছর বয়সী ব্লিন্ডকে কিনতে এক কোটি ৩৮ লাখ পাউন্ড খরচ করেছে ইউনাইটেড।

দেশের হয়ে ১৯টি ম্যাচ খেলা ব্লিন্ড ফন গালের ব্রাজিল বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন। গত বিশ্বকাপে ব্রাজিলে বিপক্ষের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের হয়ে প্রথম গোল পান তিনি।

২০০৮ সাল থেকে আয়াক্সের হয়ে খেলছেন ব্লিন্ড। এই পর্যন্ত ১২০ ম্যাচে ৩টি গোল করেছেন তিনি।

গত সপ্তাহে রিয়াল মাদ্রিদ থেকে আনহেল দি মারিয়াকে কিনতে তো ট্রান্সফার ফির ব্রিটিশ রেকর্ড গড়ে ইউনাইটেড। এর আগে ডিফেন্ডার লুক শ, মিডফিল্ডার আন্দের এররেরা ও মার্কোস রোহোকে দলে টানে তারা

এ ছাড়াও সোমবার দল-বদলের শেষ দিন তারকা স্ট্রাইকার রাদামেল ফালকাওকেও মোনাকো থেকে এক বছরের জন্য ধারে পেয়েছে দলটি।