রোনালদোকে ছাড়াই পর্তুগাল দল

ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই শুরু হতে যাচ্ছে পর্তুগালের ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের মূলপর্বে জায়গা করে নেয়ার লড়াই। আলবেনিয়ার বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচের দলে রাখা হয়নি রিয়াল মাদ্রিদের এই তারকাকে। অধিনায়ককে বিশ্রাম দিয়েছেন কোচ পাওলো বেন্তো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 07:32 AM
Updated : 30 August 2014, 07:32 AM

ব্রাজিলে হতাশার এক বিশ্বকাপ কাটানো পর্তুগাল নিজেদের মাঠে আলবেনিয়ার বিপক্ষে ২০১৬ ইউরোর বাছাই পর্বের ম্যাচটি খেলবে ৭ সেপ্টেম্বর।

গত গ্রীষ্ম থেকেই হাঁটুর সমস্যায় ভুগছেন রোনালদো। আর এই সমস্যার কারণেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এবং বিশ্বকাপে নিজের সামর্থ্য অনুযায়ী ভালো ফুটবল উপহার দিতে পারেননি পর্তুগালের অধিনায়ক।

রোনালদোকে বিশ্রাম দেয়ার কারণ হিসেবে তার ‘ফিটনেস’ ও শারীরিক সমস্যার কথাই উল্লেখ করেন বেন্তো।

তবে হাঁটুর সমস্যা নিয়েই রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে নিয়মিত মাঠে নামছেন। স্পেনের লা লিগার সবশেষ ম্যাচে গোলও পান তিনি।

রোনালদো না খেললেও বেন্তোর দলে আছেন রিয়াল মাদ্রিদে তার সতীর্থ পেপে ও কোয়েন্ত্রাও। স্পেনের লা লিগার ৮ জন খেলোয়াড়কে দলে রাখেন বেন্তো।