ফ্রান্সের বিশ্বকাপ দলেই আস্থা দেশমের

আগামী মাসে স্পেন ও সার্বিয়ার বিপক্ষে দুটি ম্যাচের জন্য ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন, যাতে আছে ব্রাজিল বিশ্বকাপ দলের প্রায় সবাই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 05:58 PM
Updated : 29 August 2014, 05:58 PM

পায়ের চোটের কারণে চার মাসের জন্য মাঠের বাইরে চলে যাওয়া অলিভিয়ে জিরুদের জায়গায় ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড আলেকসান্দ্রে লাকাজেত্তে। গত মৌসুমে স্বদেশের ক্লাব লিওর হয়ে ১৫ গোল করলেও বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি।

আর ব্রাজিল বিশ্বকাপ শেষে অবসর নেয়া গোলরক্ষক লনদ্রিউয়ের জায়গায় ডাক পেয়েছেন মার্সেইয়ের গোলরক্ষক স্তিভ মাঁদাঁদা

আগামী বৃহস্পতিবার স্পেনের বিপক্ষে মাঠে নামবে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার তিন দিন পর সার্বিয়ার বিপক্ষে খেলবে তারা। ইউরো ২০১৬ –এর স্বাগতিক হওয়ায় বাছাইপর্ব খেলতে হচ্ছে না ফরাসিদের। তবে 'আই' গ্রুপের সবকটি দলের বিপক্ষেই খেলবে তারা। ফ্রান্সের ম্যাচগুলো প্রীতি ম্যাচ হিসেবেই বিবেচিত হবে, কোনো পয়েন্ট ধরা হবে না।

ফ্রান্স দল:
গোলরক্ষক:
উগো লিওরিস (টটেনহ্যাম হটস্পার), স্তিভ মানদান্দা (মার্সেই), স্তেফানে রুফিয়ে (সাতে ইচেনা)
ডিফেন্ডার:
ম্যাথুউ দেবুশি (আর্সেনাল), লুকা দিনিয়ে (পিএসজি), প্যাট্রিস এভরা (জুভেন্টাস), লরাঁ কোসিয়েলনি (আর্সেনাল), বাকারি সানিয়া (ম্যানচেস্টার সিটি), এলিয়াকিম মানগালা (ম্যানচেস্টার সিটি), মামাদু শাকো (লিভারপুল), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ)।
মিডফিল্ডার:
ইয়োহান কাবাই (পিএসজি), ব্লেইজ মাতুউদি (পিএসজি), রিও মাভুবা (লিল), পল পগবা (ইউভেন্তুস), মর্গান শ্নিডেরলিন (সাউথহ্যাম্পটন), মুসা সিসোকো (নিউক্যাসল)।
ফরোয়ার্ড:
করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), রেমি কাবেলা (নিউক্যাসল), অন্তোয়ান গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ), লোইক রেমি (কিউপিআর), ম্যাথিউ ভালবুয়েনা (মার্সেই), আলেকসান্দ্রে লাকাজেত্তে (লিও)।