স্পেন দলে আতলেতিকোর গার্সিয়া

গত মৌসুমে আতলেতিকো মাদ্রিদকে লা লিগা জেতাতে দারুণ অবদান রাখা মিডফিল্ডার রাউল গার্সিয়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। আগামী মাসে ফ্রান্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ ও ইউরো বাছাইপর্বের লড়াইয়ের জন্য গার্সিয়াকে নিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 05:22 PM
Updated : 29 August 2014, 05:22 PM

গার্সিয়া ছাড়াও আরো তিন নতুন খেলোয়াড়কে ডেকেছেন কোচ দেল বস্ক। তারা হলেন এসপানিওলের গোলরক্ষক কিকো কাসিয়া, আথলেতিক বিলবাওয়ের ডিফেন্ডার মিকেল সান হোসে ও ভালেন্সিয়ার ফরোয়ার্ড পাকো আলকাসের।

ফ্রান্সে আগামী ৪ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটি খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ থেকে বিদায় নেয়ার পর স্পেনের এটাই হবে প্রথম ম্যাচ।

আর ওই ম্যাচের চার দিন পর ইউরো বাছাইপর্বের লড়াইয়ে নামবে স্পেন। স্পেনে প্রথম ম্যাচে মেসিডোনিয়ার বিপক্ষে খেলবে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পেন দল:
গোলরক্ষক:
ইকার ক্যাসিয়াস (রিয়াল মাদ্রিদ), দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), কিকো কাসিয়া (এসপানিওল)।
ডিফেন্ডার:
দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), হুয়ানফ্রান (আতলেতিকো মাদ্রিদ), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ), মিকেল সান হোসে (আথলেতিক বিলবাও), রাউল আলবিওল (নাপোলি), মার্ক বার্ত্রা (বার্সেলোনা), জরদি আলবা (বার্সেলোনা), সেসার আসপিকুয়েতা (চেলসি)।
মিডফিল্ডার:
সের্হিও বুসকেতস (বার্সেলোনা), সান্তি কাসোরলা (আর্সেনাল), সেস ফাব্রেগাস (চেলসি), আন্দের ইতুরাসপে (আথলেতিক বিলবাও), ইসকো (রিয়াল মাদ্রিদ), দাভিদ সিলভা (ম্যানচেস্টার সিটি), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), কোকে (আতলেতিকো মাদ্রিদ), রাউল গার্সিয়া (আতলেতিকো মাদ্রিদ)।
ফরোয়ার্ড:
দিয়েগো কস্তা (চেলসি), পেদ্রো রদ্রিগেস (বার্সেলোনা), পাকো আলকাসের (ভালেন্সিয়া)।