চ্যাম্পিয়ন আতলেতিকোর হোঁচট

স্পেনের লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের নতুন মৌসুমের শুরুটা ভালো হল না। শিরোপা ধরে রাখার অভিযানে নামা আতলেতিকো মাদ্রিদ নিজেদের প্রথম ম্যাচে রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 08:45 AM
Updated : 26 August 2014, 11:26 AM

গত মৌসুমে পাওয়া নিষেধাজ্ঞার কারণে সোমবার রাতে রায়ো ভায়েকানোর মাঠে ডাগআউটে ছিলেন না আতলেতিকোর কোচ দিয়েগো সিমেওনে। স্পেনের সুপার কাপে চতুর্থ রেফারির মাথায় হাত বুলিয়ে পরে আরো ৮ ম্যাচের নিষেধাজ্ঞা পান আর্জেন্টিনার এই কোচ।

নিষেধাজ্ঞার কারণে ফর্মে থাকা রাউল গার্সিয়া খেলতে পারেননি। চোটের কারণে এ ম্যাচে ছিলেন না আরদা তুরানও। ম্যাচের আগেই তাই আতলেতিকোর আক্রমণভাগ কিছুটা ধারহীন হয়ে পড়ে।

এরপরও অবশ্য প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পায় আতলেতিকো। কিন্তু স্পেনের সুপার কাপ শিরোপা জয়ের নায়ক মারিও মানজুকিচ দুটি সহজ সুযোগ নষ্ট করেন।

দ্বিতীয়ার্ধে মানজুকিচ খুব একটা ভালো খেলতে না পারায় আতলেতিকোর আক্রমণভাগকে আরো নখদন্তহীন মনে হয়।

উল্টো ম্যাচের শেষ দিকে ভায়েকানোর একের পর এক আক্রমণে সামলাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে আতলেতিকোর রক্ষণভাগ।

সোমবার আগের ম্যাচে জয় দিয়েই লা লিগার নতুন মৌসুমের পথচলা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। নবাগত করদোবাকে ২-০ গোলে হারায় তারা।

আগের দিন জয় পেয়েছে বার্সেলোনাও। লিওনেল মেসির জোড়া গোলে এলচেকে ৩-০ গোলে সহজেই হারায় কোচ লুইস এনরিকের দল।