বালোতেল্লি এখন লিভারপুলের

মারিও বালোতেল্লির এসি মিলান ছেড়ে লিভারপুলে যোগ দেয়াটা একরকম নিশ্চিতই ছিল। ইতালির এই স্ট্রাইকারকে দলে নেয়ার চূড়ান্ত ঘোষণা দিলেন লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2014, 05:04 PM
Updated : 25 August 2014, 05:04 PM

এক কোটি ৬০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে ইতালির ক্লাব ছেড়ে ইংল্যান্ডে ফিরলেন ম্যানচেস্টার সিটির সাবেক এই স্ট্রাইকার। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটির হয়ে ৩০টি গোল করেছিলেন তিনি।

তবে সোমবার লিভারপুলের হয়ে পুরনো ক্লাব সিটির বিপক্ষে মাঠে নামা হচ্ছে না ২৪ বছর বয়সী বালোতেল্লির।

লিভারপুলের সঙ্গে বালোতেল্লির চুক্তিটা কত বছরের তা জানা যায়নি।

গত মাসে অ্যানফিল্ড ছেড়ে লুইস সুয়ারেস বার্সেলোনায় যোগ দেয়ার পর থেকেই বালোতেল্লিকে দলে নেয়ার চেষ্টায় ছিল ক্লাব লিভারপুল। শেষ পর্যন্ত প্রচেষ্টা সফল হওয়ায় ভীষণ খুশি ‘অল রেডস’ নামে পরিচিত দলটির কোচ রজার্স।

লিভারপুলে আসতে পেরে বালোতেল্লিও খুশি।

“লিভারপুল ইংল্যান্ডের অন্যতম সেরা দল এবং এখানে ফুটবলের মানটাও খুব ভালো। তরুণ খেলোয়াড়দের নিয়ে এটা অসাধারণ একটা দল আর সেজন্যেই আমি এখানে এসেছি।”

লিভারপুলে ৪৫ নম্বর জার্সি পরবেন বালোতেল্লি।