ইউনাইটেডে আত্মবিশ্বাসের ঘাটতি দেখছেন ফন গাল

ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গালকে নিয়ে চারদিকে আবার সমালোচনার ঝড় উঠেছে। সেদিকে খেয়াল না দিয়ে এই ডাচ কোচ ভাবছেন দলের আত্মবিশ্বাসের ঘাটতি নিয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2014, 01:00 PM
Updated : 25 August 2014, 01:00 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে ফন গালের শুরুটা ভালো হয়নি। ২ ম্যাচ থেকে একটি মাত্র পয়েন্ট তার দলের। প্রথম ম্যাচে ঘরের মাঠে সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হারার পর প্রতিপক্ষের মাঠে ড্র করে ফিরল ইউনাইটেড।

ম্যাচ শেষে ফন গাল পরাজয়ের কারণ হিসেবে দেখছেন খেলোয়াড়দের আত্মবিশ্বাসের অভাবকে।

“আমি মনে করি, এটা আত্মবিশ্বাস পড়ে যাওয়ার বিষয়। যুক্তরাষ্ট্রে (মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচে) তারা এর চেয়ে ভালো খেলেছে”।

তবে ইউনাইটেডের সমর্থকদের একটু ধৈর্য ধরতে বলেন ফন গাল।

“আমাদের উন্নতি করতে হবে, কিন্তু এর জন্য সময় লাগবে। আর এর জন্য কত সময় লাগবে সেটা আপনি বলতে পারবেন না। পরের ম্যাচ জিতলে আবার আত্মবিশ্বাস ফিরে আসবে।”