যুব অলিম্পিকে হতাশা আর্চারিতেও

যুব অলিম্পিকে আর্চারি থেকেও ভালো কোনো খবর মেলেনি। ব্যক্তিগত রিকার্ভ বোয়ে গ্রেট বৃটেনের ড্যানি ব্রাডলির কাছে ৬-০ সেটে হেরেছেন বাংলাদেশের আর্চার প্রেননয় মুরং।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 04:35 PM
Updated : 23 August 2014, 05:02 PM

ফলে চীনের নানজিংয়ে ২য় গ্রীষ্মকালীন যুব অলিম্পিকের এবারের আসরে অংশ নেয়া পাঁচ ইভেন্টেই হতাশ করলো বাংলাদেশের অ্যাথলেটরা।

ভারোত্তলনে জহুরা আক্তার রেশমা ৪৮ কেজি ওজন শ্রেণিতে ১১ জনের মধ্যে ১০ম হন।

শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে ৩৯৭ স্কোর করে ২১ জনের মধ্যে ২০তম হয়ে বাছাই থেকে বাদ যান শারমিন আক্তার।

সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলে ২৪.৯৮ সেকেন্ড সময় নিয়ে ৫১ জনের মধ্যে ৩৪তম হয়ে হিট থেকেই ছিটকে পড়েন আসিফ রেজা।

গ্রুপ পর্বে টানা চার ম্যাচে হারে অনূর্ধ্ব-১৮ যুব হকি দল।

সবশেষ ইভেন্ট হিসেবে বাকি ছিল আর্চারি। রিকার্ভ বোয়ের মিশ্র দ্বৈতে ৫-১ সেটে বাংলাদেশ হেরে যাওয়ার পর ব্যক্তিগত ইভেন্টেও ব্যর্থ হলেন মুরং।