পেকারমানেই আস্থা কলম্বিয়ার

কলম্বিয়াকে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে তোলা হোসে পেকারমানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনার এই কোচকে আরো চার বছর রেখে দিচ্ছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 10:08 AM
Updated : 20 August 2014, 11:35 AM

মঙ্গলবার কলম্বিয়ার ফুটবল ফেডারেশন (এফসিএফ) জানায়, ২০১৮ সাল পর্যন্ত কলম্বিয়ার কোচ থাকবেন পেকারমান।

৬৪ বছর বয়সী এই কোচ ১৬ বছরের মধ্যে প্রথমবারের মতো কলম্বিয়াকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যান। টুর্নামেন্টে অসাধারণ ফুটবল উপহার দেয়া কলম্বিয়া স্বাগতিক ব্রাজিলের কাছে হেরে শেষ আট থেকে বিদায় নেয়। দলটির ফরোয়ার্ড হামেস রদ্রিগেস বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হন।

বিশ্বকাপে এমন পারফরম্যান্সের পর পেকারমানকেই রেখে দেয়ার কথা আগেই জানায় এফসিএফ। কয়েক সপ্তাহ আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তারা।

নতুন মেয়াদে পেকারমানের প্রথম ম্যাচটি হবে প্রতিশোধের। মিয়ামিতে ৫ সেপ্টেম্বর ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তার দল।