আর্জেন্টিনার বিপক্ষে অনিশ্চিত শোয়াইনস্টাইগার

চোটের কারণে ‘লম্বা’ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার বাস্টিয়ান শোয়াইনস্টাইগার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 01:48 PM
Updated : 19 August 2014, 01:54 PM

বায়ার্নের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে জার্মানির এই তারকার চোটের খবর নিশ্চিত করেন।

“এটা (শোয়াইনস্টাইগারের সেরে ওঠা) এক বা দুই সপ্তাহের ব্যাপার নয়; মনে হয় একটু বেশি সময় লাগবে। কয়েক সপ্তাহ ধৈর্য ধরতে হবে আমাদের।”

বাঁ পায়ের ইনজুরির কারণে যদি লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয়, তাহলে শোয়াইনস্টাইগার আগামী কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন না।

আগামী শুক্রবার তার ক্লাব বায়ার্ন বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ভলফ্সবুর্গের বিপক্ষের ম্যাচ দিয়ে।

আগামী ৩ সেপ্টেম্বর জার্মানি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনার। গত ১৩ জুলাই ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েই শোয়াইনস্টাইগাররা বিশ্বকাপ জিতেছিলেন।

৭ সেপ্টেম্বর ইউরো-২০১৬ এর বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। চোটের কারণে এ ম্যাচগুলোতে ব্রাজিল বিশ্বকাপ জয়ী জার্মান মিডফিল্ডার শোয়াইনস্টাইগারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।