যুব অলিম্পিক: হকিতে টানা তৃতীয় হার

নানজিংয়ের গ্রীষ্মকালীন যুব অলিম্পিকের ২য় আসরে বাংলাদেশের যুব হকি দল এখনো জয়ের দেখা পায়নি। ইয়োগ স্পোর্টস পার্ক মাঠে মঙ্গলবারের ম্যাচেও কানাডার কাছে  ৪-১ গোলে হেরেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 01:32 PM
Updated : 19 August 2014, 01:32 PM

তবে ‘এ’ গ্রুপে স্পেনের কাছে প্রথম ম্যাচে স্কোরলাইন ছিল ৯-১। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫-২ গোলে হারে নাইম-রাব্বিরা।

অনূর্ধ্ব-১৮ দলের এই আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

ফাইভ-এ-সাইড ম্যাচে শুরুতে ভালোই খেলেছে বাংলাদেশ। মোট চার গোলের তিনটি তারা খেয়েছে শেষ দিকে এসে। বাংলাদেশের হয়ে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন মো. নাইম উদ্দিন; ৩৬তম মিনিটে গোলটি করেন তিনি।

নানজিংয়ে এবারের আসরে পাঁচটি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। হকি ছাড়া বাকি চার ইভেন্ট হলো শুটিং, আর্চারি, সাঁতার ও ভারোত্তোলন।

এরই মধ্যে ভারোত্তোলন ইভেন্ট শেষ করেছে বাংলাদেশ। এই ইভেন্টে ৪৮ কেজি ওজন শ্রেণিতে ১১ জনের মধ্যে দশম হন বাংলাদেশের জহুরা আক্তার রেশমা।