কোচিংয়ে ফিরলেন স্কলারি

মাত্র তিন সপ্তাহ চাকরিহীন ছিলেন লুইস ফেলিপে স্কলারি। দেশের মাটিতে হতাশাজনক এক বিশ্বকাপ কাটার পর আবার কোচিংয়ে ফিরলেন ব্রাজিলের এই কোচ। মঙ্গলবার পুরানো ক্লাব গ্রেমিওর কোচের দায়িত্ব নিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2014, 07:54 AM
Updated : 31 July 2014, 08:40 AM

স্কলারিকে আবার নিয়োগ দেয়ার পর ক্লাবটি তাদের ওয়েবসাইটে লিখে, "ফেলিপাও আমাদের নতুন কোচ।"

স্কলারিকে পেয়ে দারুণ খুশি গ্রেমিওর কর্মকর্তা ও সমর্থকরা। ব্রাজিলের প্রথম বিভাগের ক্লাবটি তাদের ফেইসবুক পাতায় লিখেছে, "কমান্ডার ফিরে এসেছেন।"

এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত গ্রেমিওর কোচ ছিলেন স্কলারি।

রোববার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের মাঠে কুরিচিবার কাছে হেরে যাওয়ার পর কোচ এন্দেরসন মোরেইরাকে বরখাস্ত করে পোর্তো আলেগ্রের ক্লাব গ্রেমিও। এরপর স্কলারিকে নিয়োগ দেয় ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে ১০ নম্বরে থাকা ক্লাবটি।

এর আগে প্রথমবার দায়িত্ব নিয়ে গ্রেমিওকে ব্রাজিলের চ্যাম্পিয়নশিপে অজেয় এক দলে পরিণত করেছিলেন স্কলারি। ১৯৯৫ সালে তিনি রোনালদিনিয়োর সাবেক এই ক্লাবকে জিতিয়েছিলেন দক্ষিণ আমেরিকার ক্লাব চ্যাম্পিয়শিপ লিবার্তাদোরেস কাপ ও ব্রাজিলের চ্যাম্পিয়নশিপ।

তবে দেশের মাটির বিশ্বকাপটা ভালো কাটেনি ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো স্কলারির। সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে যাওয়ার পর ব্রাজিলের মানুষ স্কলারিকে বরখাস্ত করার দাবি তোলে।

এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হেরে যায় ব্রাজিল। তাকে সরিয়ে দেয়ার দাবিটা আরো জোরালো হয়। বিশ্বকাপ শেষে অবশ্য ব্যর্থতার দায় কাঁধে নিয়ে নিজেই সরে দাঁড়ান স্কলারি।