জার্মান উদযাপনে ক্ষতি বিশ্বকাপ ট্রফির!

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরে বার্লিনে বিরাট এক উৎসবই করে জার্মান দল। তখনই কোনো এক সময় ট্রফিটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 04:11 AM
Updated : 21 July 2014, 08:40 AM

জার্মানির পত্রিকা ডি ভেল্টকে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি উলফগাং নিয়েরসবাখ জানান, উদযাপনের সময় ট্রফি থেকে একটা টুকরো খসে পড়ে। তবে কার দোষে এমনটা হয়েছে তা জানা যায়নি।

“ট্রফিটার ক্ষতি কে করেছে তা আমরা তদন্ত করে বের করার চেষ্টা করেছিলাম। কিন্তু তদন্তে কোনো ফল পাওয়া যায়নি।”

ট্রফিটি মেরামত করা হবে বলেও তিনি জানান।

“দুশ্চিন্তা করার দরকার নেই, আমাদের কিছু বিশেষজ্ঞ আছেন যারা ট্রফিটি মেরামত করতে পারবেন।”

তবে ফিফার এ নিয়ে চিন্তা না করলেও চলবে। ব্রাজিলে মাথার ওপর তুলে ধরা ট্রফিটি কিন্তু জার্মানিতে পাঠায়নি তারা। ছয় কেজিরও বেশি সোনায় তৈরি ট্রফিটি নিরাপদ জায়গায় সুরক্ষিতই আছে। জার্মানিতে খেলোয়াড়রা উদযাপন করেছেন ‘রেপ্লিকা’ ট্রফি দিয়েই।