অ্যাডিডাসের ব্রাজুকার পর নাইকির অর্ডেম

ব্রাজিল বিশ্বকাপে ছিল অ্যাডিডাসের বল ব্রাজুকা। ইউরোপের বড় তিনটি ফুটবল লিগে কিন্তু খেলা হবে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নাইকির বল দিয়ে। তিনটি লিগের জন্য 'অর্ডেম' নামের নতুন বল উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের এই ক্রীড়া সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2014, 09:08 AM
Updated : 19 July 2014, 09:09 AM

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা ও ইতালির সেরি আর জন্য ভিন্ন রঙের তিনটি বল এনেছে তারা।

ইংল্যান্ডে খেলা হবে অর্ডেমের নীল সংস্করণ দিয়ে। স্পেনে কমলা ও ইতালিতে গোলাপী সংস্করণের বল দেখা যাবে।

বাজারে অর্ডেম বল পাওয়া যাচ্ছে ৯৫ পাউন্ডে।

নাইকি দাবি করছে, এই বল প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে উন্নত।