অপেক্ষাকৃত তরুণ দল নিয়েই ব্রাজিলে বিশ্বকাপ খেলতে যাবে ইংল্যান্ড। রস বার্কলি, রাহিম স্টার্লিং, অ্যালেক্স অক্সলাডে-চেম্বরালেইন, লুক শ ও অ্যাডাম লালানাদের মতো তরুণদের নিয়ে বিশ্বকাপের প্রাথমিক দল দিয়েছেন ইংল্যান্ডের কোচ রয় হজসন।
Published : 12 May 2014, 09:48 PM
২৩ জনের সঙ্গে ৭ জন ‘স্ট্যান্ডবাই’ রেখে মোট ৩০ জনের দল দিয়েছেন হজসন।
সোমবার ঘোষণা করা দলে তেমন কোনো বিস্ময় নেই। তবে একঝাক তরুণের সঙ্গে আছেন এর আগে দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সঞ্চয় করা ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড ও ওয়েইন রুনি।
তবে দলে নেই চেলসির দুই অভিজ্ঞ ডিফেন্ডার অ্যাশলি কোল ও জন টেরি। জাতীয় দলের হয়ে ১০৭ ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন কোলের বদলে ইংল্যান্ডের রক্ষণের বাঁ প্রান্ত আগলে রাখার দায়িত্ব পাবেন আর্সেনালের তরুণ ডিফেন্ডার জ্যাক উইলশায়ার।
বিশ্বকাপ দলে না থাকার কথা কোচের কাছ থেকে আগেই শুনেছেন কোল। খবরটি শুনে জাতীয় দলকেই বিদায় বলে দিয়েছেন তিনি।
ইংল্যান্ডের ২৩ জনের দল:
গোলরক্ষক: জো হার্ট (ম্যানচেস্টার সিটি), বেন ফস্টার (ওয়েস্ট ব্রমউইচ), ফ্রেজার ফর্স্টার (সেল্টিক)।
ডিফেন্ডার: লেইটন বেইনস (এভারটন), গ্যারি কাহিল (চেলসি), ফিল জাগিয়েলকা (এভারটন), গ্লেন জনসন (লিভারপুল), ফিল জোন্স (ম্যানচেস্টার ইউনাইটেড), লুক শ (সাউথহ্যাম্পটন), ক্রিস স্মলিং (ম্যানচেস্টার ইউনাইটেড)।
মিডফিল্ডার: রস বার্কলি (এভারটন), স্টিভেন জেরার্ড (লিভারপুল), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), অ্যাডাম লালানা (সাউথহ্যাম্পটন), ফ্র্যাংক ল্যাম্পার্ড (চেলসি), জেমস মিলনার (ম্যানচেস্টার সিটি), অ্যালেক্স অক্সলাডে-চেম্বারলেইন (আর্সেনাল), রাহিম স্টার্লিং (লিভারপুল), জ্যাক উইলশেয়ার (আর্সেনাল)।
ফরোয়ার্ড: রিকি ল্যাম্বার্ট (সাউথহ্যাম্পটন), ওয়েইন রুনি (ম্যানচেস্টার ইউনাইটেড), ড্যানিয়েলে স্টারিজ (লিভারপুল), ড্যানিয়েল ওয়েলব্যাক (ম্যানচেস্টার ইউনাইটেড)।