জুভেন্টাসকে হারিয়ে এগিয়ে গেল বেনফিকা

ইউরোপা লিগের এ মৌসুমের ফাইনাল হবে জুভেন্টাসের মাঠে, যেখানে ১৮ বছরের ইউরোপিয়ান শিরোপা-খরা কাটানোর স্বপ্ন দেখছে স্বাগতিকরা। এর আগেই অবশ্য ইউরোপা লিগের সেমি-ফাইনালে বেনফিকার মাঠে হেরে লক্ষ্য পূরণের পথে ধাক্কা খেলো ইতালির তোরিনোর ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2014, 06:46 AM
Updated : 25 April 2014, 06:46 AM

সেমি-ফাইনালের প্রথম লেগে বেনফিকার কাছে ২-১ গোলে হেরে গেছে জুভেন্টাস। জুভেন্টাসের স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার দ্বিতীয় লেগে তাই ঘুরে দাঁড়াতেই হবে স্বাগতিকদের।

বৃহস্পতিবার আরেক সেমি-ফাইনালে স্পেনের দুই ক্লাবের লড়াইয়ে ভালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে সেভিয়া।

রোববার পর্তুগিজ লিগের শিরোপা নিশ্চিত করে ফেলা বেনফিকা নিজেদের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এসেকিয়েল গারের গোলে এগিয়ে যায় গত মৌসুমের রানার্সআপ বেনফিকা।

৭৩তম মিনিটে আর্জেন্টিনার ফরোয়ার্ড কার্লোস তেভেসের গোলে সমতায় ফেরে জুভেন্টাস।

তবে ম্যাচের ৮৪ মিনিটে লিমার অসাধারণ এক গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বেনফিকা।

নিজেদের মাঠে ভালেন্সিয়া প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ৩ মিনিটের মধ্যে দুটি গোল খাওয়ার ধাক্কা পুরো ম্যাচে আর সামলে উঠতে পারেনি সেভিয়া।

৩৩ মিনিটে এমবিয়ার গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ৩৬ মিনিটে জয় নিশ্চিত করা গোলটি করেন বাক্কা।