শেষ মিনিটের গোলে রক্ষা পেল মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে পয়েন্ট তালিকার তলানিতে থাকা উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষেও কষ্টে করে জিততে হয়েছে মোহামেডানকে। ৯০ মিনিটে ওয়াহেদ আহমেদের গোলে পয়েন্ট হারানো থেকে বেঁচেছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 04:50 PM
Updated : 25 April 2014, 02:36 AM

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের সাবেক ও বর্তমানের এক ঝাঁক খেলোয়াড় নিয়ে গড়া মোহামেডান দলকে বারিধারার রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে। আগের ম্যাচে শেখ রাসেলের কাছে ৫-২ গোলে হারা বারিধারা এদিন যে এত দৃঢ়তা দেখাবে, তা হয়ত ভাবেনি মোহামেডান।

প্রথমার্ধে মোহামেডানকে একরকম চাপেই রেখেছে বারিধারা। দ্বিতীয়ার্ধেও বল দখলের লড়াইয়ে মোহামেডানের সঙ্গে সমানে সমান লড়েছে তারা।

৫২তম মিনিটে অবশ্য এগিয়ে যেতে পারতো মোহামেডান। ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজের ক্রস থেকে পর্তুগালের ফরোয়ার্ড হার্দি পিন্তুর হেড ক্রসবারে লেগে ফিরে আসে।

৭৭ মিনিটে বারিধারাকে এগিয়ে দেয়ার সহজতম সুযোগ নষ্ট করেন তাদের নাইজেরিয়ার ফরোয়ার্ড লাকি ডিভাইন।

মোহামেডান অবশেষে গোলের দেখা পায় ম্যাচের ৯০ মিনিটে। অরূপ বৈদ্যের নিচু ক্রস থেকে ওয়াহেদের শটে স্বস্তির নি:শ্বাস ফেলে মোহামেডান।

এই জয়ে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মোহামেডান। আর ৬ পয়েন্ট নিয়ে তলানিতে আছে বারিধারা।