ফরাসি লিগ কাপের শিরোপা পিএসজির ঘরে

মৌসুমে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলল পিএসজি। ফাইনালে অলিম্পিক লিওঁকে ২-১ গোলে হারিয়ে ফরাসি লিগ কাপ জিতল লরাঁ ব্লাঁর দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 09:14 AM
Updated : 20 April 2014, 09:14 AM

শনিবার নিরপেক্ষ ভেন্যু স্তাদ দি ফ্রান্স-এ পিএসজির জয়ের নায়ক এদিনসন কাভানি। ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করেন উরুগুয়ের ফরোয়ার্ড।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা পিএসজিকে ম্যাচের ৩ মিনিটে এগিয়ে দেন কাভানি। বিতর্কিত পেনাল্টি থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি তিনি করেন ৩৩ মিনিটে।

আলেক্সান্দ্রে ল্যাকাজেতের কল্যাণে ৫৬তম মিনিটে একটি গোল ফেরত দিতে পারে লিওঁ।

ম্যাচ শেষে কোচ ব্লাঁ বলেন, কাপ শিরোপা জয়ের পর পিএসজি এবার টানা দ্বিতীয় লিগ শিরোপা জয়ের দিকে মনোযোগ দেবে।

চেলসির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নেয়ার কষ্ট পিএসজি কাটিয়ে উঠেছে বলে উল্লেখ করেছেন ফরাসি এই কোচ।