শঙ্কামুক্ত দিয়েগো কস্তা

গেতাফের বিপক্ষে জয়ে শিরোপার দিকে এগিয়ে চলা আতলেতিকো মাদ্রিদকে শঙ্কায় ফেলে দিয়েছিল দলের মূল তারকা দিয়েগো কস্তার স্ট্রেচারে করে মাঠ ছাড়াটা। তবে পরে জানা গেছে স্পেনের এই স্ট্রাইকার শঙ্কামুক্ত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2014, 08:05 AM
Updated : 14 April 2014, 08:11 AM

ঊরুর চোট কাটিয়ে রোববার লা লিগায় গেতাফের মাঠে প্রত্যাবর্তনের ম্যাচে গোলও করেন ব্রাজিলে জন্ম নেয়া এই তারকা স্ট্রাইকার। আর ঐ গোলটি করতে গিয়েই পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন কস্তা। স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যেতে হয় তাকে।

কস্তার আহত হওয়ার দৃশ্যটা দেখে সমর্থকরা দুশ্চিন্তায় পড়ে। অনেকেই ধরে নেয় আসরে চমক জাগানো দলটি তাদের সর্বোচ্চ গোলদাতাকে আবারো লম্বা সময়ের জন্য হারাতে যাচ্ছে।

তবে গেতাফের বিপক্ষে ঐ ম্যাচের পর আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে জানান, কস্তাকে ঘিরে চিন্তার কিছু নেই।

“দিয়েগো ভালো আছে। আমাদের চিন্তার কিছু নেই, ওটা শুধুই ঘাবড়ে যাওয়ার মতো একটা ঘটনা ছিল।”