কষ্টের জয়ে শিরোপা লড়াইয়ে চেলসি

সোয়ানসি সিটিকে একমাত্র গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে রইলো চেলসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2014, 05:31 PM
Updated : 13 April 2014, 05:31 PM

রোববার প্রতিপক্ষের মাঠে চেলসির জয়ের নায়ক সেনেগালের স্ট্রাইকার ডেম্বা বা।

তুলনামুল দুর্বল প্রতিপক্ষ পেয়েও এই ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি চেলসি। ম্যাচের ১৬তম মিনিটে স্পেনের ডিফেন্ডার চিকো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সোয়ানসি। তবে এরপরও প্রথম ৪৫ মিনিটে তেমন একটা প্রভাব বিস্তার করতে পারেনি স্ট্যামফোর্ড ব্রিজের দল চেলসি।

দ্বিতীয়ার্ধের শুরুতেও তেমন একটা সুবিধে করতে পারছিল না কোচ জোসে মরিনিয়োর দল। তবে ধীরে ধীরে স্বরুপে ফিরতে থাকে চেলসির আক্রমণভাগ। তারই মাঝে ৬৮ মিনিটে জয়সূচক গোলটি করেন বা। সার্বিয়ার মিডফিল্ডার নেমানিয়া মাতিচের পাস থেকে গোলটি করেন তিনি।

এই জয়ের ফলে ৩৪ ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে তারা।

সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। রোববার দিনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়েছে তারা। দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে সিটি।

এদিকে, শনিবার সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে আর্সেনালকে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে এভারটন। সমান ৩৩টি করে ম্যাচ খেলে এভারটন ও আর্সেনালের পয়েন্ট যথাক্রমে ৬৬ ও ৬৪।