আতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়াল

কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম পর্ব জিতে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে মঙ্গলবার রাতে পরের পর্বেও আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠে গেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2014, 02:56 AM
Updated : 13 Feb 2014, 03:45 AM

প্রথম লেগে ৩-০ ব্যবধানে জিতে নির্ভার থাকা রিয়াল এবার জিতেছে ২-০ গোলে। ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

সেমি-ফাইনালের প্রথম পর্বে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে থাকা জেরার্দো মার্তিনোর দল বুধবার রাতে মাঠে নামবে ‘এল ক্লাসিকো’ নিশ্চিত করতে।

আতলেতিকোর মাঠে ম্যাচের শুরুর দিকে ক্রিস্টিয়ানো রোনালদোকে ফাউল করলে পেনাল্টির নিদের্শ দেন রেফারি। নিজেই পেনাল্টি কিক নিয়ে গোল করেন এই পর্তুগিজ তারকা।

ম্যাচের ১৬তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে রোনালদোর গোলে ম্যাচে ফিরে আসাটা প্রায় অসম্ভব হয়ে যায় দিয়েগো কস্তাবিহীন আতলেতিকোর।

এর আগে ২০১১ সালে টুর্নামেন্টটির ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-রিয়াল। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে সেবার শিরোপা জিতেছিল রিয়াল। বুধবার রাতে কোনো অঘটন না ঘটলে আগামী ১৯ এপ্রিলের ফাইনালে আবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।