মেসি ধরাছোঁয়ার নয়: পিকে

লিওনেল মেসিকে বিক্রি করে দেয়ার কথা ভাবতেই মানা করেছেন বার্সেলোনার সেন্ট্রাল ব্যাক জেরার্ড পিকে। তার মতে আর্জেন্টিনার এই তারকা এখনও বিশ্বের সেরা ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2013, 02:38 AM
Updated : 4 July 2013, 02:38 AM
বার্সেলোনায় নেইমার যোগ দেয়ার পর সম্প্রতি বার্সেলোনা আইকন ইয়োহান ক্রুইফ মেসিকে বিক্রি করে দেবার পরামর্শ দেন।

পিকে মনে করেন ডাচ কিংবদন্তীর এই পরামর্শ ঠিক নয়।

“আমরা সবসময়ই ইয়োহানের কথা শুনি কারণ তিনি খেলোয়াড় ও কোচ হিসেবে বার্সেলোনার জন্য সবকিছুই করেছেন। ক্লাবের জন্য তিনি সবসময়ই ইতিবাচক কিছু করেন। কিন্তু এক্ষেত্রে এটা পরিষ্কার যে, মেসি ধরাছোঁয়ার নয়।”

মেসিকে আবারও বিশ্বের সেরা খেলোয়াড় উল্লেখ করে পিকে বলেন, “মেসি এই ক্লাবের জন্য যা করেছেন, তাতে তার এখানে না থাকাটা আমরা ভাবতেই পারছি না।”

শুধু তাই নয়, পিকে মনে করেন, নেইমার আসার পরেও দল সাজাতে হবে মেসিকে ঘিরেই

“সাম্প্রতিক বছরগুলোর মতো মেসিকে কেন্দ্র করেই দল সাজাতে হবে। আমরা সবাই জানি, সে কতটা গুরুত্বপূর্ণ। বিশ্বের সেরা ফুটবলারকে ব্যবহার না করাটা হবে বোকামি।”

চারবার বিশ্বের সেরা ফুটবলারের খেতাব পাওয়া ২৬ বছর বয়স্ক মেসি বার্সেলোনার হয়ে গোল করেছেন দুইশ’র বেশি।