রোনালদোর জোড়া গোলে দারুণ শুরু রিয়ালের

হঠাৎ ছন্দ হারিয়ে ফেলা দলকে মাঠে ফিরেই জয়ের পথ দেখালেন ক্রিস্তিয়ানো রোনালদো। দলের সেরা তারকার জোড়া গোলে আপোয়েল নিকোশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার অভিযানে শুভসূচনা করেছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2017, 08:40 PM
Updated : 13 Sept 2017, 09:57 PM

বুধবার শিরোপা ধরে রাখার রাখার লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে সাইপ্রাসের দলটিকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। নিষেধাজ্ঞার কারনে ঘরোয়া ফুটবলের বাইরে থাকা রোনালদো দলকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ গোলটি করেন সের্হিও রামোস।

মৌসুমের শুরুতে দুটি শিরোপা জেতা রিয়াল লিগেও শুভসূচনা করে। কিন্তু এরপরই টানা দুই ম্যাচে হোঁচট, তাও আবার ঘরের মাঠে। আপোয়েলের বিপক্ষে এই জয় তাই মাদ্রিদ শিবিরে অনেকটাই স্বস্তি হয়ে এসেছে।

সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বাদশ মিনিটে প্রথম সুযোগ পেয়েই দলকে এগিয়ে দেন রোনালদো। পাল্টা আক্রমণে ইসকোর বাড়ানো বল পেয়ে বাঁ থেকে দারুণ এক ক্রস দেন গ্যারেথ বেল আর দুরূহ কোণ থেকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

২৫তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মাতেও কোভাসিচ। বদলি নামেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।

৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার কঠিন কিন্তু ভালো একটা সুযোগ পেয়েছিলেন রোনালদো। বেলের ক্রসে পা লাগিয়েছিলেন তিনি; কিন্তু একটু জন্য বল লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট হয়। দানি কারভাহালের ক্রসে গোলমুখ থেকে রোনালদোর শট ক্রসবারে লাগার পর গোললাইনে ড্রপ খায়। গোলের আবেদন করেন তিনি; তবে রেফারি নাকোচ করে দেন।

পাঁচ মিনিট পর সফল স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ডি-বক্সে ডিফেন্ডার রবের্তো লাগোর হাতে বল লাগার অভিযোগে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি। টিভি রিপ্লেতে দেখা যায়, বল হাতের উপরের অংশে লেগেছিল।

এই নিয়ে ইউরোপ সেরা প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা রোনালদোর মোট গোল হলো ১০৭টি।

৬১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন রামোস। বেলের হেড এক ডিফেন্ডারের গায়ে লাগার পর ওভারহেড কিকে লক্ষ্যভেদ করেন রিয়াল অধিনায়ক।

‘এইচ’ গ্রুপের অন্য ম্যাচে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার। স্বাগতিকদের পক্ষে জোড়া গোল করেন হ্যারি কেইন, অন্যটি সন হিউং-মিনের।

‘ই’ গ্রুপে লিভারপুলের মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছে সেভিয়া। লিভারপুলের দুই গোলদাতা হলেন রবের্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ। আর স্পেনের ক্লাবটির গোল দুটি করেন বেন ইয়েদের ও আনহেল কোররেয়া।

গ্রুপের অন্য ম্যাচে স্লোভেনিয়ার ক্লাব এনকে মারিবোরের মাঠে ১-১ গোলে ড্র করেছে রাশিয়ার স্পার্তাক মস্কো।

‘এফ’ গ্রুপে ডাচ ক্লাব ফেইনুর্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে ইংলিশ ক্লাবটির পক্ষে জোড়া গোল করেন জন স্টোনস। একটি করে করেন সের্হিও আগুয়েরো ও গাব্রিয়েল জেসুস।

গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে ইতালির নাপোলিকে ২-১ গোলে হারিয়েছে ইউক্রেনের শাখতার দোনেৎস্ক।

‘জি’ গ্রুপে সাবেক চ্যাম্পিয়ন পর্তুগালের ক্লাব পোর্তোকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে তুরস্কের দল বেসিকতাস।

গ্রুপের অন্য ম্যাচে জার্মানির দল লাইপজিগের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে গতবারের সেমি-ফাইনালিস্ট ফ্রান্সের মোনাকো।