জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলে ৩৫ দল

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় টানা তৃতীয়বারের মতো জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল শুরু হচ্ছে আগামী রোববার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 06:28 PM
Updated : 17 August 2017, 06:28 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, ছয়টি ভেন্যুতে ৩৫টি দল নিয়ে আঞ্চলিক পর্বের খেলাগুলো হবে। গতবারের চেয়ে এবার অবশ্য দল কমেছে তিনটি।

ভেন্যুগুলো হচ্ছে রাজশাহী, গাইবান্ধা, যশোর, রাজবাড়ী, শেরপুর ও লক্ষ্মীপুর।

ছয় ভেন্যুর ছয় চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্সআপসহ মোট আট দল নিয়ে ঢাকায় হবে মূল পর্ব।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্স-আপ দল ২৫ হাজার টাকা প্রাইজমানি পাবে বলেও জানান কিরণ। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ৫ হাজার করে টাকা পুরস্কার দেওয়া হবে।