বেতিসের বিপক্ষে অনিশ্চিত সুয়ারেস

রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগে হাঁটুতে চোট পাওয়ায় লা লিগায় বার্সেলোনার প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 12:48 PM
Updated : 17 August 2017, 01:24 PM

কাম্প নউয়ে রোববার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ লিগের শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে নামবে কাতালুনিয়ার ক্লাবটি।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে ২-০ গোলে হারে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতায় স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে জিনেদিন জিদানের দল।

ম্যাচের শেষ দিকে পায়ে ব্যথা পান সুয়ারেস। কিন্তু এর আগেই কোচ এরনেস্তো ভালভেরদে তিনজন খেলোয়াড় পরিবর্তন করে ফেলায় অস্বস্তি নিয়েই বাকি সময় খেলতে হয় এই ফরোয়ার্ডকে।       

সুয়ারেসের চোট প্রসঙ্গে বার্সেলোনা কোচ বলেন, "তার হাঁটুতে আঘাত লেগেছে। পরিস্থিতি বুঝতে আমাদের অপেক্ষা করতে হবে।" 

বৃহস্পতিবার উরুগুয়ের এই খেলোয়াড়ের চোট পরীক্ষা করা হবে বলে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে।

রেকর্ড ট্রান্সফার ফিতে নেইমার পিএসজিতে চলে যাওয়ায় এমনিতেই বেশ বিপাকে পড়েছে বার্সেলোনা শিবির। এর মধ্যে সুয়ারেস ছিটকে গেলে আরও বড় সমস্যায় পড়বে তারা।