চার বছরের চুক্তিতে বার্সায় ব্রাজিলের পাওলিনিয়ো 

চার বছরের জন্য বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলের মিডফিল্ডার পাওলিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2017, 01:16 PM
Updated : 14 August 2017, 01:16 PM

পাওলিনিয়োর বার্সেলোনায় যোগ দিতে যাওয়ার বিষয়টি আগের দিন জানিয়েছিলেন তার ক্লাব গুয়াংজু এভারগ্রান্দের কোচ লুইস ফেলিপে স্কলারি। সোমবার কাতালান ক্লাবটিও তা নিশ্চিত করেছে।

আগামী বৃহস্পতিবার ২৯ বছর বয়সী এই খেলোয়াড়ের মেডিকেল পরীক্ষা হবে। তারপর বিভিন্ন বিষয়ে সমঝোতায় পৌঁছালে চুক্তি হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

পাওলিনিয়োকে কিনতে চার কোটি ইউরো খরচ হচ্ছে বার্সেলোনার। কাম্প নউয়ে তার বাই আউট ক্লজ ১২ কোটি ইউরো।

আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য নেইমার ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে চলে যাওয়ার পর এই প্রথম খেলোয়াড় কিনল লা লিগার অন্যতম সফল ক্লাবটি।

২০১৫ সালে টটেনহ্যাম হটস্পার থেকে গুয়াংজুতে নাম লেখানো পাওলিনিয়ো চীনের দলটির হয়ে জিতেছেন দুটি চাইনিজ সুপার লিগ ও একটি এএফসি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ছয়টি শিরোপা।

নেইমারের শূন্যতা পূরণে লিভারপুলের ফিলিপে কৌতিনিয়ো ও বরুসিয়া ডর্টমুন্ডের উসমান দেম্বেলেকেও নিতে চায় বার্সেলোনা।