রিয়ালে মার্সেলোর কাছে শিখতে চান তিও

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সব প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তিও এরনঁদেজ। সান্তিয়াগো বের্নাবেউয়ে তার ‘আদর্শ’ মার্সেলোর কাছ থেকে শিখতে চান ফ্রান্সের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2017, 09:09 AM
Updated : 11 July 2017, 09:14 AM

আতলেতিকো মাদ্রিদ ছেড়ে ছয় বছরের চুক্তিতে রিয়ালে যোগ দিয়েছেন তিও। গণমাধ্যমের খবর অনুযায়ী, ১৯ বছর বয়সী এই খেলোয়াড়কে কিনতে দুই কোটি ৪০ লাখ ইউরো গুণতে হয়েছে লা লিগা চ্যাম্পিয়নদের।

সোমবার সান্তিয়াগো বের্নাবেউয়ে আনুষ্ঠানিকভাবে ক্লাব সমর্থকদের সামনে তাকে উপস্থাপন করা হয়। সেখানে তিও জানান, ব্রাজিলের মার্সেলোর কাছে শেখার সুযোগ পাওয়াটা তার রিয়ালে আসার একটি কারণ।

“তিনি বিশ্বের সেরা উইং-ব্যাক। আমি কঠিন পরিশ্রম করবো, তার পথ অনুসরণ করবো।”

“সব খেলোয়াড়ই রোল মডেল হিসেবে কাজ করবেন, কারণ তাদের সবারই অভিজ্ঞতা আছে। আমি যা করবো তা হলো মার্সেলোর পথ অনুসরণ করবো এবং দিনে দিনে তার পাশে থেকে উন্নতির চেষ্টা করবো। তিনি আমার আদর্শ কারণ ভবিষ্যতে আমিও একদিন বিশ্বের সেরা উইং-ব্যাক হতে চাই।”

আতলেতিকোর সেন্টার-ব্যাক লুকা এরনঁদেজের ছোট ভাই তিও গত মৌসুমে কোপা দেল রের ফাইনালে ওঠা আলাভেসে ধারে খেলে নজর কাড়েন।

আলাভেসের হয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৩৮টি ম্যাচ খেলা তিও ১১ বছর বয়সে আতলেতিকোর অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন। তবে ক্লাবটির হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে খেলা হয়নি তার।