এবার মরিনিয়োর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

ক্রিস্তিয়ানো রোনালদোর পর এবার রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জোসে মরিনিয়োর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছে স্পেনের সরকারি কৌঁসুলিরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 02:18 PM
Updated : 20 June 2017, 02:18 PM

মরিনিয়োর বিরুদ্ধে অভিযোগ, সান্তিয়াগো বের্নাবেউয়ে দায়িত্ব পালনের মেয়াদকালে ৩৩ লাখ ইউরো কর দেননি তিনি।

মাদ্রিদ ছেড়ে ২০১৩ সালে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দেন মরিনিয়ো। আর গত বছর ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন এই পর্তুগিজ।

কৌঁসুলিরা জানিয়েছেন, ২০১১ ও ২০১২ সালে মরিনিয়ো তার ইমেজ স্বত্ব থেকে আয়ের বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছিলেন।

কদিন আগে রোনালদোর বিরুদ্ধে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ আনে স্পেনের সরকারি কৌঁসুলিরা।